KANDARI HOSIYAR
লিখেছেন লিখেছেন আপোষহীন জনতা ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৮:৩১ বিকাল
ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শবাদী ও শান্তি সৃংখলায় বিশ্বাসি সংগঠন।যার প্রমান কেন্দ্রীয় ৬নেতাদের গ্রেপ্তারির প্রতিক্রায় কোন ধরণের জ্বালাও পোড়াও ও ভাংচুর হয়নি।পরবর্তি দিনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল হলেও জনগনের নুন্য্তম ক্ষয় ক্ষতি কিংবা ভুগান্তি হয়নি।যা ছাত্র সংগঠন গুলোতে বিরল বললেও ভুল হবে।তাই বলে ইশা ছাত্র আন্দোলনকে তুচ্ছ ঙ্জান করা ভুল হবে।কারণ ইশা ছাত্র আন্দোলন এখন দেশের ৪র্থ ও শক্তিশালী সংগঠন।যার বিস্তৃতি এখন সব কটি জেলা উপজেলা থানা,ইউনিয়ন,ওয়ার্ড মাদরাসা ( কওমিয়া ও আলিয়া) স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়ানো।এবং প্রতিষ্টার পর হতে নিয়ে এখনো রাজপথে শক্তি প্রদর্শন করেনি।তাই সিন্চিত অভিমান আর লালিত দ্রোহ সব বুকের ভেতর জমা পরে আছে।যদি কেন্দ্রীয় নেতাদের মুক্তি না দেয়া হয় আর নির্যাতন করে দেয়ালে ঠেকিয়ে দেয়া হয়।তাহলে ছাত্র আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলবে যার মাত্রা শিবিরের চেয়েও তীব্রতর হবে।যার নিয়ন্ত্রণ আ'লীগ কেন কোন হাজ্জাজী পরাশক্তির সাধ্য হবেনা।তাই ভাল্ִর ভাল অভিলম্বে ছাত্র নেতাদের নিঃ শর্ত মুক্তি দাও।না হয় ঘুমন্ত ব্যাঘ্র জেগে উঠতে বাধ্য হবে।
- আপোষহীন জনতা
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন